অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে শরীরে আগুন দিয়ে মায়ের আত্মহত্যার অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৯ রাত ১১:১৮

remove_red_eye

৮৩২

 

বোরহানউদ্দিন প্রতিনিধি : ছোট ছেলের সাথে অভিমান করে মা তার শরীরে কেরোসিন ঢেলে আতœহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় ভোলা পারুল (৩৫) নামে ওই নারীর মৃত্যু হয়। আর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। নিহত পারুল ভোলার বোহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দালালপুর গ্রামে মৃত ইকবাল পাটোয়ারীর স্ত্রী।

নিহতের ভাই ফরহাদ হোসেন জানান, আমার বোন পারুলের স্বামী ইকবাল পাটোয়ারী মিস্তি কাজ করতো। গত দেড় বছর আগে সে হেপাটাইটিস বি রোগী আক্রান্ত হয়ে মারা যান। তার পর বাপের বাড়িতেই থাকতে পারুল। তাদের দুই ছেলে রাব্বি (১৯) ও রবিন (১১)। পারুলের স্বপ্ন ছিলো তার দুই ছেলে পড়াশুনা করে ভাল কোন সরকারি চাকরি করবে। রাব্বি পঙ্গু হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে পড়ছে। আর রবিন স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করছে। বোনের স্বামীর মৃত্যুর পর রাব্বি ঢাকায় পড়াশুনার পাশাপাশি প্রাইভেট পড়িয়ে ও আমাদের কিছুটা সহযোগীতা তাদের সংসার চলে আসছিল।
নিহতের ননদ নাছিমা বেগম জানান, নিহত পারুলের ছোট ছেলে রবিন কয়েক দিন ধরে মাদ্রায় যাচ্ছে না। মঙ্গলবার সকালে মাদ্রার শিক্ষক তার জন্য বাড়ি পর্যন্ত আসেন। কিন্তু ছোট ছেলেকে অনেক চেষ্টা করেও মাদ্রাসায় পাঠাতে পারেনি। ধারনা করা হচ্ছে তাই ছেলের সাথে অভিমান করে দুপুরে ঘরে পাশের বাগানে শরীরে কেরসিন ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। বাগানের ভিতরে একটি শিশু দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বিকাল ৮ টায় ভোলা সদও হাসপাতালে তাকে ভর্তি করে। ভোলা সদও হাসপাতালের দায়িত্বরত ডা:ফারজানা খান জানান,তারা গুরুতর অগ্নি দগ্ধ ওই রোগীকে বরিশাল রেফার করেন। কিন্তু যাওয়ার আগেই সন্ধ্যা ৭ টায় তিনি মারা যান। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।