অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে ফের যানজট নিরসনে সড়কে ইউএনও!


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৯ রাত ১১:২৩

remove_red_eye

৪৯১

 

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকান-পাটের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালনা করেছেন নিবার্হী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। মঙ্গলবার দুপুরে লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় বেশ কয়েকটি যানবাহনকে জরিমান করেন ইউএনও হাবিবুল হাসান রুমি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকারসহ সাংবাদিক ও পুলিশ সদস্যরা ।
অভিযানের ব্যাপারে ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, লালমোহন পৌর শহরকে অবৈধভাবে দখলকারীদের থেকে রক্ষা করতে এ অভিযান। অন্যদিকে যত্রতত্র মটর সাইকেল, বাস ও অটো রিক্সা এবং বোরাক পার্কিং করার কারণে যানজট সৃষ্টি হয়। যার জন্য এসব যানবাহনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে। যতদিন পর্যন্ত লালমোহন পৌর শহরের চৌ-রাস্তার মোড় থেকে থানার মোড় পর্যন্ত যানজট মুক্ত না হবে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে।