অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় গৃহবধূকে গণধর্ষণের মামলায় আরও এক আসামী গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২১ রাত ০৯:১০

remove_red_eye

৫৮০



মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরায় সেই গৃহবধূকে ধর্ষণের ঘটনার মামলার পাঁচ আসামীর মধ্যে আরও এক আসামীকে আটক করেছে পুলিশ। এনিয়ে পুলিশ প্রধান আসামী সহ দুই জনকে আটক করলো। তবে ঘটনার সাথে জড়িত অপর ৩ আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ধর্ষণের পাশাপাশি পাশবিক নির্যাতনে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ অসহ্য যন্ত্রনায় আতœচিৎকার করছেন মুঠোফোনে জানিয়েছেন ওই গৃহবধূর বড় বোন। তিনি আরও জানান, ওরা ধর্ষণের পাশাপাশি কামড় ও আচঁড়ে সমস্ত শরীর রক্তাক্ত করেছেন।

বুধবার ভোর রাত ৩ টায় পুলিশ উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মামলার ৫ নম্বর আসামী সেলিম মেকারকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণের মামলার ৫ আসামীর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অপর তিন আসামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে মহিলা কণ্ঠে নাম ধরে ডেকে ঘরের দরজা খুলে ৫ যুবক জোরপূর্বক হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এক গৃহবধূকে। পরে স্থানীয়রা রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।  এই ঘটনায় গত সোমবার ওই গৃহবধূ ৫ জনকে আসামী করে মামলা করে। ঘটনাটি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে ৫ নং ওয়ার্ডে ওই গৃহবধূর বাড়ীর পাশে বাগানে ঘটে।