অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানিয়ে আ’লীগ নেতাদের শো-ডাউন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:২২

remove_red_eye

৮৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শনিবার বিকালে বিশাল শো-ডাউন করে আনন্দ শোভাযাত্রা বের করে সদ্য গঠিত ভোলা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ কমিটির নেতারা। নেতাকর্মী ও সমর্থকরা ব্যান্ড বাজিয়ে, ব্যানার ফেষ্টুন নিয়ে এতে অংশ নেন। একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা নিয়ে নেতৃবৃন্দ জেলা শহর প্রদক্ষিণ করেন। মিছিল আর শ্লোগানে ছিল মুখরিত। এ সময় শ্লোগান ছিল, ভোলা জেলার মাটি, তোফায়েল ভাইয়ের ঘাটি। আমরা সবাই মুজিব সেনা, দেশ চালাবেন শেখ হাসিনা। পরে বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, নির্বাচিত কিমিটির পক্ষে সদর উপেজলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার, সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান, পৌর কমিটির সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, সহ-সভাপতি হোসেন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক রবিশ^র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুটুল, দফতর সম্পাদক বিপ্লব পাল কানাই।