অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় দিনব্যাপী কীটনাশক ব্যবসায়ীদের প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৯ রাত ১১:২৬

remove_red_eye

৮৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বালাইনাশকের নিরাপদ ও বিচাক্ষণ ব্যবহারের বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রপ প্রোটকশন এসোসিয়েশন বরিশাল বিভাগীয় অধ্যায়ের উদ্যোগে মঙ্গলবার সকালে থেকে বিকেল পর্যন্ত ভোলার শহরের কৃষ্ণা হোটেল এন্ড পার্টি সেন্টারে ভোলার খুচরা ব্যবসায়ীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভোলা সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ তরুন দে। এ সময় ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করেন, সদস্য সচিব (বিসিপিএ) মোঃ হারুন উর রশিদ, সদস্য মোঃ রবিউল ইসলাম, কোষাদক্ষ মোঃ আব্দুর রশীদ। এসময় প্রশিক্ষকরা বালাইনাশকের রিাপদ ও বিচক্ষণ ব্যবহার সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলায় কর্মরত বিভিন্ন কীটনাশক কম্পানির কর্মকর্তাসহ ও ভোলার ৩০ জন খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।