অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে অগ্নিকান্ডে পাঁচ প্রতিষ্ঠান পুড়ে ছাই


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২১ রাত ০৯:৪১

remove_red_eye

৫১৬

 

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সুকদেব হাই স্কুল মোড়ে আওয়ামী লীগ অফিস, একটি এনজিও অফিস ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানসহ পাঁচ প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। বুধবার সকালে ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে সুকদেব এম এম হাই স্কুল মোড়ের ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুদি দোকান জিহাদ স্টোরে প্রথম আগুনের সূত্রপাত হয়। দুইটি দোকানে পেট্রোল ও ডিজেল থাকায় আগুন দ্রæত চড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও ফায়ার সার্ভিসের টিম আসতে প্রায় ৪০ মিনিট বিলম্ব করেছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। 

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, আওয়ামী লীগ কার্যালয়, এনজিও প্রতিষ্ঠান গ্রামীণ জনশক্তি, আবদুর রহিমের জিহাদ স্টোর নামে মুদি দোকান, রিদিসা ও এসিআই ফুড কোম্পানীর অ্যাজেন্ট সেলিম কাজির সো রুম ও গোডাউন ও তামজিদের রেস্টুরেন্ট। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার জানান, ক্ষতিগ্রস্তরা সাহায্য চেয়ে আবেদন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা দেয়া হবে।