অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মৎস্যজীবী লীগের কমিটি গঠন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২১ রাত ১০:৩৫

remove_red_eye

৫৫১

 

 তজুমদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগ তজুমদ্দিন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো.সিরাজ ও মো. শফিক। সোমবার দুপুর ৩ টায় মনেরা খাতুন নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলা জেলা মৎসজীবিলীগের সদস্য সচিব মোঃ হাসান আলী খাঁন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজ উল্লাহএর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মৎস্যজীবিলীগ ভোলা জেলা কমিটির সদস্য সচিবহাসান আলী খাঁন তজুমদ্দিন উপজেলার মৎস্যজীবিলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সিরাজুল ইসলাম  ও মো:শফিক নাম ঘোষণা করেন।।