অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার পরানগঞ্জে দেশী মুরগী ও খাঁচা বিতরন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৯ রাত ১০:১৮

remove_red_eye

৭০৫

হারুন উর রশিদ : ভোলা সদর উপজেলার পরানগঞ্জের গ্রামীন জন উন্নয়ন সংস্থার শাখা কর্যালয়ের সদস্যদের মধ্যে বিনামূল্যে দেশী মুরগী ও খাচা বিতরন করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের খওঋঞ (ঁজাটকা) কর্মসুচির আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এগুলো বিতরন করে।
বৃহস্পতিবার সকালে পাইলট এলাকায় ১৫জন সদস্যের মধ্যে ৪টি করে দেশী মুরগী ও একটি করে খাচা দেয়া হয়। বিতরন করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু, ও মৎস্য টেকনিক্যাল অফিসার মনিরুজ্জামান বিপু প্রমূখ।