বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৯ রাত ১০:২০
৫২০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জেলে কার্ড থাকার পরেও বছরের পর বছর ধরে চাল পাচ্ছে না অর্ধ শতাধিক জেলে। এমনকি এ কার্ড পেতেও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ১ থেকে দেড় হাজার টাকা করে দিতে হয়েছে জেলেদের। জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক জেলের কার্ড থাকা সত্তে¡ও তারা সরকারের বরাদ্দকৃত চাল পাচ্ছে না বছরের পর বছর ধরে।
ভূক্তভোগী জেলে ইউনুছ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজ্জাক, নাগর, শান্ত, ইব্রাহীম, ইসমাইল ও শাহে আলমসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, ২০১৭ সালে আমরা জেলে কার্ড পাই। এরপর থেকে এখন পর্যন্ত আমাদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত কোনা চাল পাইনি। অথচ আমাদের সাথের অন্য জেলেরা চাল পাচ্ছে। চাল বিতরণের সময় আমরা সেখানে গেলে বলা হয় তালিকায় আমাদের নাম নেই। তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি চেয়ারম্যান। এমনকি এ কার্ড পেতে আমাদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশিরকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা করে দিতে হয়েছে। তবুও আমাদের ভাগ্যে জুটেনি সরকারি এসব চাল।
এব্যাপারে ইউপি সদস্য বশিরের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে বারবার ফোন দিয়েও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, জেলেদের কার্ড থাকতে পারে। তবে তালিকায় নাম না থাকলে তারা চাল পাবে না। ইউপি সদস্য বশিরের কার্ড বিতরণে টাকা নেয়ার ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, টাকা নেয় কিনা আমি জানি না। আর যদি নিয়েও থাকে তাহলে তা হয়তো উপজেলায় আসা-যাওয়ার খরচ বাবৎ নিতে পারে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, যাদের জেলে কার্ড হয়েছে, তাদের তালিকায়ও নাম থাকবে। নাম ছাড়া কারও কার্ড হয়নি। এবং যাদের কার্ড রয়েছে তারা অবশ্যই চাল পাবে। আর যদি তারা চাল না পায় তাহলে সেটা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের যোগসাজশে অনিয়ম করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, সামনে জেলেদের চাল বিতরণের সময় আমি ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী ওইসকল জেলেদের চাল পাওয়ার ব্যবস্থা করবো।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত