অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় কোস্টগার্ড আন্ত:জোন ও বেইজ ফুটবল ও দাবা প্রতিযোগীতায় দক্ষিন জোন চ্যাম্পিয়ন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৯ রাত ১০:২২

remove_red_eye

৭৬৩

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের মনবল বাড়াতে আন্ত: জোন ও বেইজ ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় ভোলা কোস্টগার্ড দক্ষিন জোন চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে ভোলার শহরের গজনবী স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে নির্ধারিত ৭০ মিনিটের ফাইনাল খেলায় কোস্টগার্ড ঢাকা জোন ও কোস্টগার্ড দক্ষিন জোন ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ৮-৯ গোলের ব্যাবধানে কোস্টগার্ড দক্ষিন জোন ভোলা চ্যাম্পিয়ন হয়। ভোলা দলের পক্ষে সর্বউচ্চ গোল করেন তমং র্মামা। এছাড়া সেরা গোলকিপার নিবার্চিত হন ভোলা দলের তানিম এবি। এই ফুটবল প্রতিযোগীতায় কোস্টগার্ডের ৫টি দল অংশ নেয়। অপর দিকে দাবা প্রতিযোগীতার ফাইনাল খেলা কোস্টগার্ড পশ্চিম জোনের সাথে কোস্টগার্ড দক্ষিন জোন ভোলা দলের সাথে অনুষ্ঠিত হয়। এতে ভোলা দল ২ সেটের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে। দাবা প্রতিযোগীতায় মোট ৫টি দল অংশ নেয়। খেলা শেষে পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার এসএম মঈন উদ্দিন পুরুস্কার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিন জোনের অধিনায়ক কমান্ডার মাহাবুর রহমান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।