অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক অবমুক্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২১ রাত ০৯:১২

remove_red_eye

৬০৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (৪ অক্টোবর ) সকাল ১১ টার     দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার বাসন ভাংগা চরের গভীর বনে হরিণ শাবকটিকে অবমুক্ত করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাজহারুল আমীন গতকাল   রবিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে ভাসতে দেখে হরিণ শাবকটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। পরে জেলেরা স্থানীয় চৌকিদার মোঃ মিজানকে খবর দিয়ে তার   হতে তুলে দেন হরিণ শাবকটি। এরপর মিজান চৌকিদার আমাদের থানায় খবর দিলে আমরা হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করি।
 ভোলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, ওই হরিণ শাবকটিকে আমরা আজ বাসন ভাংগার চরের গভীর বনে অবমুক্ত করেছি। হরিণ শাবকটির বয়স প্রায় দুই মাসের মত হবে। সেটা সুস্থা রয়েছে।
তিনি আরো জানান,ধারণা করা যাচ্ছে হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় হরিণটি ভেসে আসে।