অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১০৭৫ টি তালবীজ রোপন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২১ রাত ১০:২০

remove_red_eye

৫০৫



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগন ইউনিয়নের মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস ও এলজিইডি’র  সড়কের দুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ১ হাজার ৭৫ টি তালবীজ রোপন করা হয়েছে। শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল ফাউন্ডেশনের উদ্যোগে ভোলা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রাজিব আহমেদ তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান বপন কাজে অংশ নেন।  
মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরীর সভাপতিত্বে তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মো. রাজিব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) মো. শোয়াইব আহমাদ, মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার  হোসেন প্রমুখ।