অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় এমপি মুকুলকে মোটর শোভাযাত্রা দিয়ে গণ সংবর্ধনা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২১ রাত ০৯:৫৩

remove_red_eye

৪৯০



দৌলতখান প্রতিনিধি : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে সহ¯্রাধিক মোটর বাইক ও মাইক্রোবাস শোভাযাত্রার মাধ্যমে গণ সংবর্ধনা দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এমপি মুকুল শুক্রবার দুপুরে ঢাকা থেকে লঞ্চযোগে এসে ভোলার ইলিশা ঘাটে অবতরণ করলে দৌলতখান উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সহ¯্রাধিক মোটর বাইক ও মাইক্রোবাস শোভাযাত্রায় মুহুর্মুহু করতালি ও ¯েøাগানে ¯েøাগানে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় ভোলা-চরফেশন সড়কে ঘুইংগার হাট,  কমরদ্দিন, বাংলাবাজার, ওতরদ্দিন, খায়ের হাট রাস্তার মাথাসহ বিভিন্ন স্থানে দলীয় শত শত নেতাকর্মীদের হাতে বঙ্গবন্ধুর ছবি, প্রধান মন্ত্রী শেখ হাসিনা, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও এমপি মুকুলের ছবিসংবলিত পোস্টার ব্যানার দেখা যায়।
এমপি মুকুল গ্রামের বাড়ি যাওয়ার পথে বাংলাবাজার উপ শহরের চৌরাস্তায় কিছু সময় যাত্রাবিরতি করে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, সংসদ সদস্য আলী আজম মুকুল নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি মাসে সাত থেকে পনের দিন নিজ নির্বাচনী এলাকা দৌলতখান-বোরহানউদ্দিনে অবস্থান করেন।