অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:০৯

remove_red_eye

৫৮৯



এম নয়ন,  তজুমদ্দিন : প্রধান প্রজনন মৌসুম হিসেবে উত্তর তজুমদ্দিন হতে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট পর্যন্ত আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনায় ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করছে সৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়। নিষিদ্ধ সময়কালে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ উপলক্ষে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মশিউর রহমান, ওসি তদন্ত এনায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নূরন্নবী, আড়ৎদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন প্রমূখ।