অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়ন শীর্ষক নাগরিক সংলাপ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

৪৯০




দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ও নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা বারোটায় উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক ফোরামের সম্পাদক আলাউদ্দিন রতন।
সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়ন শীর্ষক ওই সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, মহিলা অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা মো: হুমাযুন কবির, কোস্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ফেসিলেটর মো: ফয়সাল, নাগরিক ফোরামের সদস্য আশরাফুল ইসলাম বাবুল, মোস্তাফিজুর রহমান, ফারুক হোসেন, আবুল কালাম প্রমুখ।