অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে তথ্য অধিকার দিবসের র‌্যালী আলোচনা সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৩৮

remove_red_eye

৫৫৬



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের কর্মসূচী হিসেবে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি আলাউদ্দিন রতন। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন হাওলাদার, মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, তথ্য কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার রিনা আক্তার,  প্রমুখ।