বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:২১
৪৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলার দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় কিশোরীদের আত্বপ্রত্যয়ী করে তোলার জন্য কারাতে প্রশিক্ষণ চলছে। বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প’র অধিনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে দৌলতখান উপজেলায় ২৮ জন, বোরহানউদ্দিনে ২৮ জন ও তজুমদ্দিদনে ২৪ জন নারীকে প্রতিদিন বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত ২টি ব্যাচের মাধ্যমে স্ব স্ব উপজেলা পরিষদে জাতীয় পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন।
এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ৮০ জনকে কারাতে প্রশিক্ষণ দেয়া হলেও পর্যায়ক্রমে এই তিন উপজেলায় মোট ২’শ জনকে এ কর্মসূচির আওতায় আনা হবে। প্রত্যেক উপজেলা প্রশাসন এই কার্যক্রমের সহযোগিতায় রয়েছে। এর মাধ্যমে কিশোরীরা সামাজিক ক্ষতিকর প্রভাব মোকাবেলায় নিজেদের সক্ষমতা তৈরির পাশাপাশি নিজের ভালো মন্দ বুঝতে শেখা ও সুস্থ্য থাকতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুশীলনের টিম ম্যানেজার রকিবুল বাহার জানান, এই কার্যক্রম দৌলতখান ও বোরহানউদ্দিনে চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে এবং তজুমদ্দিনে শুরু হয়েছে ১৬ তারিখ থেকে। প্রত্যেক উপজেলায় ২ জন প্রশিক্ষক ২ ব্যাচে প্রশিক্ষণ দিচ্ছেন। ১১ থেকে ১৯ বছরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের পাশপাশি ঝড়ে পড়া শিক্ষার্থরাও এখানে অংশ নিয়েছে করাতে শিক্ষার। প্রথম পর্যায়ে টানা ৩২ দিনে ৩২ টি ক্লাস হবে। প্রত্যেকদিন তাদের আসা যাওয়ার খরচ দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বাল্য বিয়ে ছাড়াও নারীদের যৌন হয়রানী, নির্যাতন, ইবটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা থেকেও এই কার্যক্রম নারীদের রক্ষা করতে কাজ করবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ দেয়া হবে। ইতোমধ্যে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ তিনটি উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। কিশোরীদের দারুণ আগ্রহ সৃষ্টি হয়েছে এই কার্যক্রম নিয়ে। পরবর্তী ব্যাচের জন্য অনেকেই আগ্রহ দেখাচ্ছে।
এ ব্যাপারে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, কিশোরীদের কারাত প্রশিক্ষণ এই উপজেলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এই কার্যক্রম একটি প্রতিরোধ কর্মসূচি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একজন কিশোরী যে মানসিক শক্তি পাবে, সেই শক্তি তার পরবর্তি জীবনে সমাজিক বৈসম্য রোধে রুখে দাড়াতে সহযোগিতা করবে। তাই বলা যায় নারী উন্নয়নে এটি একটি ভালো উদ্যোগ।
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাদিয়া। তিনি প্রতিদিন কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। তিনি জানান, এখানে প্রশিক্ষণ নেয়ার ফলে নিজের মধ্যে আত্ববিশ্বাস বাড়ছে। কারো সহায়তা ছাড়াই যে কোন সমস্যায় নিজের আত্বরক্ষা নিজেই করতে পারবেন বলে মনে করছে এই শিক্ষার্থী।
বোরহানউদ্দিন উপজেলার প্রশিক্ষণার্থী অষ্টম শ্রেণীর মাদ্রাসার ছাত্রী নাহার মুন্নি বলেন, মেয়েদের অল্প বয়সে বিয়ে হওয়া তার পছন্দ নয়। তাই তিনি পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাড়াতে চান। করাতে শিখতে তার ভালো লাগছে বলেও জানান এই শিক্ষার্থী।
ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭
ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত
ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব
মনপুরায় পুলিশের অভিযানে আটক-১
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান
ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত
নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল
র্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর
ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই বিএনপির প্রার্থী: সালাহউদ্দিন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক