অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বোরাকের ধাক্কায় প্রান গেল তানিশার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০১৯ রাত ০৯:৩১

remove_red_eye

৭৭৯

 

আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনে উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে চরফ্যাশন- ভোলা সড়কে শুক্রবার সকাল ১০ টা ১৫ মিনিটের সময় বোরাকের ধাক্কায় তানিশা (৭) নামের এক শিশু নিহত হয়। তানিশা চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের ইউছুফের মেয়ে। ঘাতক বোরাকটিকে থানা পুলিশ আটক করেছেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন জানান, তানিশা তার মায়ের সাথে জনতাবাজার নানা বাড়িতে যাওয়ার পথে উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি বোরাক তাকে ধাক্কা দেয়। তানিশাকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক ডাঃ অমিতাভ তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ ঘাতক বোরাকটিকে থানায় আটক করেছেন। বোরাকের ড্রাইভারকে গ্রেফতারের চেষ্টা চলছে।