অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নদীতে জাল ফেলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৮:৩৯

remove_red_eye

৪৬৩



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মেঘনা  নদীতে ঝাকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মোঃ ফরিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার  বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় মেঘনার তীরে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , শনিবার সকালে তিনি অন্যান্য দিনের ন্যায় মেঘনা নদীতে মাছ ধরতে ঝাকি জাল কাধে নিয়ে বাড়ি থেকে বের হন। চৌকিঘাট সংলগ্ন এলাকায় নদীতে জাল ফেলতে গিয়ে হাতে বাঁধা রশির জালে ¯্রােতের ঘূণি টানে নদীতে পড়ে তলিয়ে যান। পরে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন।