অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকা মাছ নিধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০১৯ রাত ১০:০৪

remove_red_eye

৫৪৭

 

আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে : চরফ্যাশন উপজেলার নীলকমল ৭নং ওয়ার্ডের সাবেক ইউপির সদস্য রফিক মিয়ার খামারে বিষ প্রয়োগ করে ১৫লাখ টাকার মাছ বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যপারে দুলারহাট থানা পুলিশ একাধিকবার পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে রফিক মিয়ার মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ৪শ‘ মন মাছ যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বিনষ্ট হয়েছে। সহকারী উপ-পুলিশ পরির্দক বেল্লাল বলেন, আমরা মূল রহস্য উৎঘাটনের চেষ্টা চালাচ্ছি। খামার মালিক রফিক মিয়া বলেন, আমার ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট হয়েছে আমি বিষয়টি সঠিক বিচার দাবী করছি। দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, আমি বিষয়টি শুনে একাধিকবার পুলিশ পাঠিয়েছি মূল ঘটনা উৎঘাটনের চেষ্টা অব্যহত রয়েছে। আমরা বাদী পক্ষ থেকে সনাক্তকারীর নামের অর্ন্তভূক্ত এমন কোন অভিযোগ হাতে পায়নি।