অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিদ্যালয়ের জমিতে দোকান ঘর নির্মাণের অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:১২

remove_red_eye

৫৮১



দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বিদ্যালয়ের জমি দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের বাধা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে ওই ঘর নির্মাণ করা হয়। এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নীরব পাটোয়ারী জানান, প্রতিকার চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর চর ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডিয় ৮০ শতক জমি রয়েছে। ১৯৭২ সালের ১৩ নভেম্বর ছোটধলী গ্রামের আশকর পাটোয়ারী বাড়ির আবদুল হক পাটোয়ারী, দাইমদ্দিন পাটোয়ারী গং বিদ্যালয়ের নামে দাগ নং ১৫১, ১৫৪, খতিয়ান নং ৭৫৭ থেকে ওই জমি রেজিস্ট্রি দলিল দেন। দাতাদেরই একটি পক্ষ মৃত আবদুল হাসিম পাটোয়ারীর ছেলে আলমগীর এবং আলমগীরের ছেলে আকবর হোসেন ও আল আমিন ১৭ সেপ্টেম্বর নিজেদের দাবি করে জোর পূর্বক বিদ্যালয়ের জমি দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করেন। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা বাধা দিলে বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। এ ঘটনায় একই দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নীরব হোসেন পাটোয়ারী বাদী হয়ে মৃত আবদুল হাসেম পাটোয়ারীর ছেলে মো: আলমগীর, আলমগীরের ছেলে মো: আকবর হোসেন ও মো: আল আমিনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই মো: হাসান মিয়া বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ দেওয়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘর নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আকবর হোসেন বলেন আমরা আমাদের পৈত্রিক জমিতে ঘর নির্মান করছি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: হোসেন বলেন, সরকারি সম্পত্তিেেত কারো ব্যক্তিগত স্থাপনা নির্মানের কোন এখতিয়ার নেই।