অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় কার্গো থেকে মাল খালাসের সময় চাউলের বস্তা পড়ে ঘাট শ্রমিকের মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪১

remove_red_eye

৭২১




মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় কার্গো থেকে চাউলের বস্তা খালাসের সময় পা পিছলিয়ে মোঃ শামীম নামে এক ঘাট শ্রমিক নদীতে পড়ে যায়। পরে গুরুত্বর আহত ওই ঘাট শ্রমিককে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সোমবার দুপুর ১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরগোয়ালিয়া গ্রামে ওই ঘাট শ্রমিকের বাড়ির সামনে জানাযা শেষে দাফন করা হয়।
এর আগে শনিবার বিকেলে উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টার হাট ঘাটে ঢাকা থেকে ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসা কার্গো থেকে চাউল খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই দিনই দ্রæত বরিশাল হাসপাতালে নিয়ে গেলে রোববার রাতে ওই ঘাট শ্রমিকের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী ঘাট শ্রমিক হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মোঃ নুরনবীর ছেলে মোঃ শামীম (২২)।
এই ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। তবে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।