অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ২৩৪ শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৯৭১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ১২ সেপ্টেম্বর প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ-মাধ্যমিক ও পলিটেকনিক ইন্সটিটিউট সহ ২৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোর প্রস্তুতি চলছে। উপজেলার ১ টি পলিটেকনিক ইন্সটিটিউট, ৪ টি কলেজ, ৩৯ টি মাদ্রাসা,২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ৮ টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ে পরোদমে পরিচ্ছন্নতার কাজ চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পরিচ্ছন্নতা তদারকি করতে দেখা গেছে। ১১ সেপ্টেম্বরের আগেই সংশ্লিষ্ট দপ্তর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করবে বলে জানা গেছে।
বুধবার সরেজমিনে সকালে উপজেলার বোরহানউদ্দিন কামিল(আলিয়া)মাদ্রাসায় দেখা যায় মাদ্রাসার ভিতর বাািহর সমানতালে পরিচ্ছন্নতার কাজ চলছে। শ্রেণিকক্ষের পাশাপাশি ওয়াশরুম, ঘাস, আবর্জনা পরিস্কার করা হচ্ছে। মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী জানান, ২-১ দিনের মধ্যেই সবধরনের পরিচ্ছন্নতা সম্পন্ন হবে।
ওই মাদ্রাসার দেড় কিলোমিটার দূরবর্তী  আরব আলী হাওলাদার বাড়ি আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ইতিমধ্যেই ওই স্কুলের প্রধান শিক্ষিকা রোকসানা বালা রায়ের নেতৃত্বে স্কুলের ভিতর-বাহির ঝকঝকে-তকতকে। স্থানীয়রা জানালেন, ওই স্কুল সব-সময়ই পরিচ্ছন্ন থাকে।
মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চার পরিচ্ছন্নতা কর্মী  শ্রেণিকক্ষ পরিস্কার করতে ব্যস্ত। ইতিমধ্যেই তারা বাইরের অংশ পরিস্কার করে ফেলেছেন।
বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজেও চলছে ধোয়া-মোছার কাজ। অধ্যক্ষ হারুন-অর-রশীদ জানান, বৃহস্পতিবারের মধ্যে পরিচ্ছন্নতার সব কাজ শেষ করা হবে।
বোরহানউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় মর্টারের সাথে পাইপ সংযুক্ত করে পানি ছিটিয়ে সব শ্রেণিকক্ষ পরিস্কার করা হয়েছে। বাইরের অংশেও কোন ময়লা বন-জঙ্গল দেখা যায়নি।
এছাড়া বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী আব্দুল জব্বার কলেজ ও ভেঅলা পলিটেকনিক ইন্সটিটিউটে  গিয়ে একই চিত্র দেখা যায়।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল বলেন, আমরা শিক্ষকরাই সর্বোচ্চ সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে আমাদের সভায় সিদ্ধান্তও হয়েছে।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ^াস জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারী নির্দেশনার আলোকে সব প্রস্তুতি নেয়া হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধির ব্যাপারে উপজেলার ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন মাধ্যমে সরকারী নির্দেশনা দেয়া আছে। বুধবার বিকাল থেকে শিক্ষা অফিসের কয়েকটি টিম স্কুলগুলো সরেজমিন পরিদর্শন করবেন।
 উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, সরকার নির্দেশিত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে আমরা কাজ করছি।