অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় আগষ্ট মাসে ৪১২ জন ডেঙ্গু রোগী আক্রান্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:১৯

remove_red_eye

৭৬৮

জুয়েল সাহা বিকাশ : ভোলায় গত আগষ্ট মাসে ৪১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। ১ আগস্ট থেকে ৩১ আগস্ট রাত পর্যন্ত এ ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়।
ভোলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার তথ্য নিশ্চিত করে রবিবার রাতে জানান, গত ৩১ দিনে ভোলার সাত উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ৪১২ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৮২ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৭ জনের অবস্থা অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছিল।
তিনি আরো জানান, ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসরা গুরুত্ব সহকারে চিকিৎসা প্রদান করেছেন। যার কারণে কোন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়নি।
এদিকে, ১ সেপ্টম্বর সকাল থেকে রাত পর্যন্ত ১১ জন ডেঙ্গু রোগী রোগী ভোলা সদর ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও মোট চিকিৎসাধীন রয়েছেন ভোলা সদর হাসপাতালে ২৬ জন, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনসহ মোট ৩০ জন।