অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বাড়ি নির্মানের জন্য দেশে এসে প্রাণ গেল প্রবাসীর


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬৫৪

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে বৈদ্যুতিক মটরে নির্মাণাধীন ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পলপান (পালোয়ান) বাড়িতে। নিহত রফিজল (৩৫) ওই ওয়ার্ডের পলপান বাড়ির ইউনুছের ছেলে। দেড় মাস আগে বাড়ি নির্মাণের জন্য তিনি সৌদি আরব থেকে দেশে আসেন। নিহতের স্বজনরা জানান, রফিজল একা সোমবার বেলা দেড়টার দিকে বৈদ্যুতিক মটরের সাহায্যে তার নির্মাণাধীন পাকা ভবনের কলামে পানি দিচ্ছিলেন। মটরটি পুকুরের পাড়ে বসানো ছিলো। পানি দেওয়ার এক পর্যায়ে মটরের তারের প্লাগ বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরিতাহত হয়ে পুকুরে পড়ে যান। পরে স্বজনরা তাকে পুকুর থেকে তুলে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।