অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:২৬

remove_red_eye

৫৩৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌরসভায় উদ্যোগে পৌরসভা মিলনায়তনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার।
দোয়া  মোনাজাত পরিচালনা করেন, ঈদগাহ মসজিদের খতিব মাও. মো. জালালউদ্দিন।  ওই সময় পৌর শহর মসজিদের খতিব মাও. মো. মিজানুর রহমান, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। উল্লেখ্য তোফায়েল আহমেদ বর্তমানে ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।