অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে গাঁজাসহ একজন আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:১৩

remove_red_eye

৫৪০


তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে গাঁজাসহ সুমন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৯ টায় থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে মেঘনা রোড হতে আটক করে। আটক সুমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।
থানা সুত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারে এসআই শামীম সর্দ্দারের নেতৃত্বে সোমবার সকাল থেকে পুলিশ অভিযান পরিচালনা করছিলো। এসময় শশীগঞ্জ এলাকার মেঘনা রোডে পুলিশ সন্দেহজনকভাবে সুমনকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।