অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় যাত্রীবাহি বাস থেকে বিদেশী কাঠ জব্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১৯

remove_red_eye

২০৪৬

জুয়েল সাহা বিকাশ : ভোলায় একটি যাত্রীবাহি পরিবাহন থেকে আজুবী লোহা নামে ১২০ পিচ অর্থাৎ ৭০/৮০ সিএফটি বিদেশী কাঠ জব্দ করেছে বন বিভাগ। ভোলা সদরের ইলিশা জংশন ফেরিঘাট এলাকায় সোমবার সকালে থেকে এ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছেন বন বিভাগ। ভোলা সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, চট্্রগ্রাম থেকে ভোলা সদরের এক কাঠ ব্যবসায়ীর নামে ওই বিদেশী অবৈধ কাঠ আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ইলিশা ফেরিঘাট এলাকায় চট্রগ্রাম থেকে ভোলাগামী শ্যামলী পরিবাহ নামে যাত্রীবাহি বাস থেকে ওই কাঠ জব্দ করি। এসময় কাঠের মালিক কাউকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, জব্দকৃত কাঠের কোন বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওই পরিবাহন শ্রমিকরা।