অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় ৪ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১১:০৩

remove_red_eye

৬৩২


হাসনাইন আহমেদ মুন্না : জেলার মনপুরা উপজেলায় আজ ৪ কেজি গাঁজাসহ মো: শাহআলম (৫২) নামের এক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোরে মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জিংলাতলি চান্দের চর এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ বাসস’কে জানান, মাদক বিক্রেতা ঢাকা থেকে লঞ্চযোগে গাঁজাসহ মনপুরায় নামে। ভোরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে শাহআলমকে একটি স্কুল ব্যাগে ভর্তি ৪ কেজি গাঁজাসহ আটক করি।
ওসি আরো জানান, মূলত মনপুরাকে মাদক পাচারের একটি রুট হিসাবে ব্যবহার করা হয়েছে। এখান থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিলো আসামির। আসামির কথিত মতে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।