অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কোস্টগার্ডেে অভিযানে দেশিয় অস্ত্রসহ জলদস্যু আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২১ দুপুর ০২:৫২

remove_red_eye

৫৯৮


 হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার দৌলতখান উপজেলার বেড়িবাঁধ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত বাহিনীর প্রধান ফজলু (২৮) কে দেশিয় অস্ত্রসহ আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার গভীর রাতে ফজলুকে আটকের সময় তার অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় একটি দেশি শুটারগান, ২ টি দা, ১টি হাতুরী, ১টি চাকু ও ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের হাফেজ মাঝির ছেলে।


কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ল্যাফটেনেন্ট তাহসিন রহমান আজ মঙ্গলবার সকালে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড অভিযান চালালে ডাকাতরা কোষ্টগার্ড সদস্যদের দিকে গুলি ছোড়ে। এসময় আত্বরক্ষার্থে কোষ্টগার্ডও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে ফজলুকে অস্ত্রসহ আটক করা হয়। তবে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।