অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করতে তারেক জিয়ার মদদে ২১ আগষ্টের হত্যাকান্ড : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২১ রাত ১০:২৯

remove_red_eye

৫২১



এম নয়ন, তজুমদ্দিন :  ভোলা-৩ আসনের সাংসদ দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করতেই তারেকের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। তাই ২১ আগষ্টের মুল পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে এনে সাজা কার্যকর করতে হবে। জামায়াত বিএনপির মদদে ওই সময় বাংলাদেশ একটি জঙ্গীবাদী রাষ্ট্রে পরিনত হয়।
শনিবার (২১আগস্ট) সকাল ১১ টায় তজুমদ্দিন আওয়ামী লীগ কার্যালয়ে  উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মিদের স্মরনে ও খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভায় এসব কথা বলে তিনি।

তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  ভিডিও কনফারেন্সে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন,

২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি মিছিলে নারকীয় গ্রেনেড হামলা চালায়। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড শান্তি মিছিলে ব্যবহার পৃথিবীর ইতিহাসে একটি ঘৃণিত কাজ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে বর্বরোচিত এ হত্যাকাÐ চালানো হয়। সে দিন আওয়ামী লীগের প্রায় ২৪ জন নেতা-কর্মী নিহত এবং অসংখ্য নেতা-কর্মী আহত হয়। তারা বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় তাবেদারি রাষ্ট্রে পরিণত করার জন্যই এমন নারকীয় হামলা চালিয়েছিল।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব মাষ্টার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যা কিরন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্চাসেবক লীগের সভাপতি ইস্তিয়াক হাসান, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ শিবলী প্রমুখ।


এদিকে লালমোহন প্রতিনিধি জানান, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পরও খুনিদের মাথা ঠান্ডা হয়নি। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার ঘৃণ্য চেষ্টা করে। বঙ্গুবন্ধুর পুরো পরিবারকে নিশ্চিত করার পরিকল্পনা করেছিল। যার মূল পরিকল্পনাকারী ছিলেন তারেক জিয়া। এসব খুনিদের ফাঁসি দাবী করে এ মামলার রায় দ্রæত কার্যকরের দাবী জানান এমপি শাওন।  
শনিবার সকাল ১১টায় লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত উপজেলা পরিষদের অডিটরিয়ামে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়া সভাপতিত্ব করেন। এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহŸায়ক  মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন।