অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


জমির বিরোধ নিয়ে দৌলতখানে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ বিকাল ০৪:০৬

remove_red_eye

৪৯৮


দৌলতখান প্রতিনিধি: জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে মিহির চন্দ্র হাওলাদার (৫৫) ও তার স্ত্রী বিউটি রানী হাওলাদারকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। আহত মিহির চন্দ্র হাওলাদার ও তার স্ত্রী বিউটি রানী হাওলাদার দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত সুধীর চন্দ্র হাওলাদারের ছেলে প্রসন্ত হাওলাদার, সচিদানন্দ হাওলাদারের ছেলে নিখিল হাওলাদার, প্রসন্ত হাওলাদারের স্ত্রী পরিমিতা হাওলাদার,প্রভাত হাওলাদারের স্ত্রী মুক্তা রানী,মনোরঞ্জন হাওলাদারের ছেলে কৃষ্ণ হাওলাদার। এঘটনায় মিহির চন্দ্র হাওলাদার বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থানার উপপরিদর্শক (এসআই) স্বরুপ কান্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন মিহির চন্দ্র হাওলাদার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমাদের দখলীয় জমি নিয়ে প্রতিপক্ষ নিখিল হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধওে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বুধবার বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করলে এতে আমি বাঁধা দেই। বাঁধা দিলে প্রসন্ত হাওলাদার,নিখিল হাওলাদার, পরিমিতা হাওলাদার, মুক্তা রানী ও কৃষ্ণ হাওলাদার আমাকে লাঠিসোটা বেধড়ক মারধর করে। এ সময় আমার স্ত্রী বিউটি রানী হাওলাদার এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্বজনরা তাদেও উদ্ধার করে দৌলতখান হাসাপাতালে এনে ভর্ভি করান। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে উভয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তবে মিহির চন্দ্র হাওলাদার ও তার স্ত্রী বিউটি রানী হাওলাদারকে মারধর করার বিষয়টি অতন্ত দুঃখজনক। এদিকে নিখিল হাওলাদারকে ফোন করলে মোবাইল ফোনে মারধরের বিষয়ে কোন মতামত দিতে রাজি হননি। দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এঘটনা উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।