অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২১ দুপুর ১২:২০

remove_red_eye

৬৮৯



কামরুল ইসলাম : ভোলায় দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুর্ষর্ধ জলদস্যু মহসিন বাহিনীর প্রধানের ছেলে মোঃ রাকিব (২৫)  ও জলদস্যু মোঃ হাসানকে (৫৫)  আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ৪টি রাম দা, ৫ টি দেশী দা, ১টি কুড়াল, ১টি বাইনোকুলারসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জম এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিল চালিক নৌকা উদ্ধার করা হয়।
আটককৃতরা ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এসএম তাহসিন রহমান জানান, আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হবে।