অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ ৩শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ রাত ১১:০৫

remove_red_eye

৪১৮

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ (৩০) তিনশত পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সন্ধ্য ৬ টায় সোনাপুর ইউনিয়ন হতে তাকে আটক করা হয়। তার কাছে থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায় সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপড়ি গ্রামের আব্দুল খালেক মাঝির ছেলে মিরাজ বিপুল পরিমান ইয়াবা নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ দক্ষিন চাপড়ির আলম কমান্ডারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার শুভর মুদি দোকানের সামনে অপেক্ষা করতে থাকে। পরে সন্ধ্যা ৬ টার দিকে  ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে। রাতে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলা নম্বর : ০৩,  তারিখ ১৭ আগস্ট।
ওসি এসএম জিয়াউল হক জানান, আটক মিরাজ তজুমদ্দিন থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।  সে আন্তঃজেলা মাদক চক্রের সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।