অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নবগঠিত জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের পক্ষ থেকেএমপি মুকুলকে শুভেচ্ছা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ ভোর ০৫:৫৪

remove_red_eye

৪৭৮

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার নবগঠিত জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের (রেজিঃ- ১২১৯৯) পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুরে এমপি মুকুলের দৌলতখানের বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছাকালে এমপি মুকুল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশে^র কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতির মর্যদা ততো বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রæত উন্নতি হচ্ছে। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্মসম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, নবগঠিত উপজেলা জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মামুন আবদুস সালাম, সহসভাপতি জামাল উদ্দিন,রাসেল আলম, সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্মসম্পাদক বেল্লাল হোসেন, মাহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন ও দপ্তর সম্পাদক শাহা জাহান প্রমূখ।