অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


৫ বছর পর মঙ্গলবার লালমোহনে আ’ লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:৩১

remove_red_eye

৯১২

লালমোহন প্রতিনিধি || আগামী কাল ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে লালমোহন এখন সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সর্বত্র। সম্মেলন সফল করতে এলাকায় অবস্থান করছেন ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন। ৫ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে। রোববার সম্মেলনস্থল পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সম্মেলন সফল করতে একাধিক বর্ধিত সভা করে বিভিন্ন উপ-কমিটি গঠন করেছেন তিনি। ৩ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এ সম্মলন উদ্ধোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিানে বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রমূখ। এছাড়াও উপস্থিত থাকবেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
২০১৪ সালের ৬ জুন সর্বশেষ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহনের নেতা-কর্মীরা আবারো এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে সভাপতি হিসেবে দেখতে চান।