অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলায় অংশ নিতে হবে : এমপি মুকুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৫৩

remove_red_eye

৬৮৭

বোরহানউদ্দিন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা খেলোয়ার কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এ খেলার শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। এসময় তিনি প্রধান অতিথি’র বক্তব্য বলেন, এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা খেলোয়ার তৈরি সহ সমাজ থেকে মাদক মুক্ত করতে চাই। শিক্ষার্থীদেরকে পড়াশুনার পাশাপাশি অবসর সময় খেলাধূলায় অংশ গ্রহন করতে হবে। তিনি আরোও বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আধুনিক ভাবে সাজাতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছি। কোন অপশক্তি এ উন্নয়নে বাধাঁগ্রস্ত করতে পারবে না ইশআল্লাহ।
উপজেলা নির্বাহি কর্মকর্তা খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, দৌলতখান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মো: বশির উল্লাহ, উপজেলা খেলোয়ার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমূখ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে কুতুবা ইউনিয়ন একাদশ বনাম সাচড়া ইউনিয়ন একাদশ খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পর্যায় ক্রমে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট ১০টি টিম এ খেলায় অংশ গ্রহন করবেন।