অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২১ দুপুর ০২:২২

remove_red_eye

৪৭৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বিআরডিবি’র ১৮ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিআরডিবি কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান প্রধান ও বিআরডিবি’র ভোলা জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার বিশিষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
ওই সময় স্বাস্থ্যবিধি মেনে ১৮ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, মো. আকতারউদ্দিন জানান,চলতি করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর প্রণোদনা হিসেবে ৩৪ জন উদ্যোক্তাদের মাঝে ৪ শতাংশ সুদে ২ বছর মেয়াদী ৩৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ১৮ জনের হাতে চেক তুলে দেয়া হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  মো. আকতারউদ্দিন, বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিটের সমবায়ীগণ উপস্থিত ছিলেন।