অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া মোনাজাত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২১ রাত ০৯:০৫

remove_red_eye

৪৭৩

বোরহানউদ্দিন প্রতিনিধি  :  ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলেক্ষ্য আলোচনা সভা ও  দোয়া মোনাজাত অনুৃষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন পৌরসভার আয়োজনে রবিবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন, প্যানেল মেয়র আফছারুননেছা নাইটু, কাউন্সিলর সেলিম রেজা, মিরাজ পাটোয়ারী, সালাউদ্দিন পঞ্চায়েত, জোয়েব হাসান, কামাল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী আ. সাত্তার, পৌর সচিব প্রণয় কুমার সাহা, বোরহানউদ্দিন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মনজুর হোসেন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ঈদগাহ মসজিদের খতিব মাও. মো. জালালউদ্দিন । এসময় পৌর শহর মসজিদের খতিব মাও. মিজানুর রহমান, পৌরসভার কর্মকর্তা,কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।