অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে দোকানের জমি নিয়ে সংঘর্ষ নারীসহ আহত-৫


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২১ ভোর ০৫:৫৩

remove_red_eye

৫৩৭

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছে । এরমধ্যে গুরুতর আহতরা হলেন, মোঃ হরমুজল (৭০) , মিলন (৪৫) , রুমা আক্তার। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি দু’জন মিনহাজ , মমতাজ বেগম, তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সোমবার (২ আগস্ট) দুপুর  ২টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গফুর আলী হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির সাত্তার গংদের সাতে হরমুজল গংদের দোকানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে সালিশ বৈঠক হয়েছে। ঘটনার দিন ওই দোকানের বিরোধপূর্ণ জমি সাত্তার গংরা নিজেদের দাবী করে তার নেতৃত্বে মিনহাজ  ,সজিব রাকিব সহ ১০/১৫ জন মিলে লাঠিসোটা নিয়ে হরমুজল গংদের উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে তাদের তিন জনকে গুরত্বর আহত করে। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মিনহাজ জানান, এঘটনায় তাদের দুজন আহত হয়েছে। তবে হরমুজল গংদের মারধরের বিষয়টি এড়িয়ে যান। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।