অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানের নুরু মিয়ার হাটে ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২১ রাত ১২:৩৭

remove_red_eye

৯৯৪



দৌলতখান  প্রতিনিধি  : ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুর মিয়ারহাট বাজার সংলগ্ন বঙ্খালি-নুরমিয়ার হাট খালের ওপর নির্মিত ব্রিজটি বেশ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির পাশেই রয়েছে উপজেলায় বৃহত্তম আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়। সেখানে সহ¯্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। এ ছাড়া ওই এলাকার একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ আরও অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে সেতুটির ওপর দিয়ে চলাচল করতে হয়। এ ছাড়া পন্য ও যাত্রীবাহী  শতশত যানবাহন ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
সরেজমিন গিয়ে দেখা যায়,  ব্রিজের উপরের অংশের ঢালাই করা ছাদ ভেঙে প্রকান্ড গর্তের সৃষ্টি হয়ে রড বেরিয়ে এসেছে। ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে রয়েছে। স্থানীয় পথচারীরা জন ও যান চলাচলে দুর্ঘটনা এড়াতে সর্তকতা হিসেবে ব্রিজের উপরের ভাঙা অংশে বাঁশের একটি কঞ্চি দাঁড় করিয়ে রেখেছে। লাঠির মাথায় একটি সবুজ রংয়ের কাপড় বেঁধে রেখেছেন তারা। এ সময় যাত্রী নিয়ে আসা রিক্সাচালক মহিউদ্দিন বলেন, ব্রিজটি বেশ কয়েক বছর ধরে বেহাল দশায় পড়ে আছে। দেখার যেনো কেউ নেই। ব্রিজের ছাদের গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি দ্রæত মেরামত না করা হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দক্ষিণ জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন মাষ্টার বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। ব্রিজটি এখন-ই সংস্কাার না হলে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মাস্টার জানান, ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলতে গিয়ে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। কয়েকদিন আগে একজন পথচারী ব্রিজের গর্তে পড়ে আহত হন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান বলেন, ব্রিজটি পূণনির্মাণের জন্য ডিপিপি ভ‚ক্ত করা হয়েছে। চলতি অর্থবছরেই নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে।