অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরার মেঘনায় ট্রলার ডুবি ১৬ জেলেসহ ট্রলার উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২১ রাত ০৯:১৩

remove_red_eye

৫৫১



অচিন্ত্য মজুমদার :  ভোলার মনপুরা উপজেলার মেঘনায় ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  শনিবার দুপুরে উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে এ  ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে  এ ঘটনায় কেউ নিখোঁজ নেই, দুর্ঘটনা কবলিত ট্রলারসহ সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
উদ্ধারকৃত  জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে  আরিফ (২৮), সাগর(২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ন (২০) ও নাসির (২৫)। এরা সকলেই মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। মনপুরা ক্ষুদ্র জেলে ও মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ নাছির জানান, মনপুরার হাজির হাটের আবু সাইদ গাজীর একটি ট্রলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিলো। এ সময় হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন্স  অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে কোনো হতাহত ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছে বলেও জানান তিনি।