অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষকের মাছ চাষ!


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:৩৩

remove_red_eye

৮৫৫

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহন উপজেলার গজারিয়া কাশ্মির প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ষার সময়ের বৃষ্টির পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। তবে এ জলাবদ্ধতার সুযোগ নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কাশেম মাঠে শুরু করেছেন বিভিন্ন প্রজাতির মাছ চাষ। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে খেলাধুলা থেকে। এমনকি কোমলমতি ওই বিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা মাঠের পানির ভিতর পরে নষ্ট হয়ে যায় বিদ্যালয় ড্রেস। ভিজে যায় বই খাতা। অনেক সময় ঘটছে দুর্ঘটনা। তবুও নিজের লাভের জন্য মাঠের পানি নি:স্কাশনে পদক্ষেপ নিতে গাফলতি করছেন প্রধান শিক্ষক আবুল কাশেম।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, মাঠে পানি থাকার কারণে আমরা মাঠে খেলতে পারছি না। মাঝে মাঝে এ পানির ভিতর পড়ে আমাদের জামা-কাপড়ও নষ্ট হয়ে যায়। তাই আমরা খুব দ্রæত বিদ্যালয়ের মাঠ থেকে পানি সরানোর দাবী করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মাঠে মাছ চাষের বিষয়টি অস্বীকার করে বলেন, পাশে একটি পুকুর রয়েছে। বৃষ্টির পানির কারণে মাঠেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এখানে আমি মাছ চাষ করি না। এখানে যেসব মাছ দেখা যাচ্ছে তা অন্য জায়গা থেকে এসেছে।
এব্যাপার প্রাথমিক শিক্ষা অফিসার আইয়ুব আলী জানান, বিষয়টি আমি এর আগে শুনিনি। এখন জেনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।