অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:০৬

remove_red_eye

৫১৮

লালমোহন প্রতিনিধি : ভোলায় সড়ক দুর্ঘটনায় শিমূল (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিমূল ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মাতাব্বরের ছেলে ও একই এলাকার মিঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ র্থ শ্রেণীর ছাত্র।শুক্রবার সকালে ভোলা চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ফরাজি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শিমূললের চাচাতো ভাই কাঁচা নিয়ে লালমোহন যাচ্ছিল। শুক্রবার থাকায় শিমূলের স্কুল বন্ধ চিলো তাই সে তার চাচাতো ভাইর নছিমন উঠে রওনা হয়। লালমোহন উপজেলার ফরাজি বাজার এলাকায় আসলে চলন্ত নছিমনের থেকে শিমূল পরে যায়। এতে সে ঘটনা স্থলে মারা যান। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।