অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে সম্মাননা পাচ্ছেন এমপি শাওনসহ ৮ গুণীব্যক্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:০৮

remove_red_eye

৬৫৩

লালমোহন প্রতিনিধি : গণমাধ্যম জীবনের আয়না, সংবাদকর্মী জাতির বিবেক- এই মানবিকমন্ত্রে উজ্জীবিত দেশ ও দশের জন্য সোচ্চার গণমাধ্যমকর্মীদের সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের সপ্তম বর্ষপূর্তি আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৯ । দ্বীপজেলা ভোলার মধ্যমণি লালমোহন উপজেলার একঝাঁক আলোকপিয়াসী লেখক সাংবাদিক সমাজকর্মী, কবি রিপন শান এর নেতৃত্বে ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় লালমোহন পৌর শহরের ইউসুফ প্লাজার ন্যাচারাল হলরুমে সর্বসম্মতভাবে গঠন করে লালমোহন মিডিয়া ক্লাব । প্রতিষ্ঠার পর থেকেই সৃজনশীল, ইতিবাচক ও গণমুখী নানান আয়োজনে সংগঠনটি তার জীবনধারাকে সমৃদ্ধ করে আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৯ লালমোহন মিডিয়া ক্লাবের অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে দ্বীপজেলার আট গুণী ব্যক্তিকে মিডিয়া ক্লাব সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে লালমোহন মিডিয়া ক্লাব কার্যনির্বাহী কমিটি ।
সম্মাননার জন্য নির্বাচিত আটটি ক্যাটাগরি ও আট গুণীজন হচ্ছেন, জনকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় লালমোহন তজুমদ্দিনের গণমানুষের নেতা, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দ্বীপবন্ধু ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন । মুক্তিযুদ্ধে অবদানে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়রে সম্মানীয় অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ । সাংস্কৃতি ও ক্রীড়ায় ক্যাটাগরীতে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও হাবিবুল হাসান রুমি ।
সাংবাদিকতা ক্যাটাগরীতে লালমোহন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বিএনএনআরসি’র সিইও এএইচএম বজলুর রহমান ।
সমাজকর্ম ক্যাটাগরীতে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম । গণমুখী চিকিৎসাসেবা ক্যাটাগরীতে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ । নারীপ্রগতি ক্যাটাগরীতে কোস্ট ট্রাস্টের ভোলা জেলা টীমলিডার রাশিদা বেগম এবং মননশীল শিক্ষাবিস্তার ক্যাটাগরীতে চরফ্যাসন সরকারি টি ব্যারেট হাইস্কুলের উপপ্রধান শিক্ষক তাসলিমা হোসেন ।