অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৩৫

remove_red_eye

৭১১

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে একই কলেজের ছাত্রলীগের সভাপতি মো: রাকিব হাসান রনি (২৪) ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগের ওই নেতাকে আসামী করে মনপুরা থানায় শুক্রবার সন্ধ্যার দিকে একটি মামলা হয়েছে। এদিকে শনিবার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ভোলা সদরে প্রেরন করা হয়েছে। তবে পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে শনিবার বিকালে এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মনপুরা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে একই কলেজের ছাত্রলীগের সভাপতি মো: রাকিব হাসান রনি প্রায় বছর ধরে প্রেম নিবেদন করে বিরক্ত করে আসছিলো। পরে গত ২০১৮ সালে ৬ জুন রাকিব তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। পরে কিছুদিন তাদের প্রেম চলে আসছিল। এক পর্যায়ে গত ১৪ এপ্রিল ২০১৯ তারিখ রাকিব হাসান ওই ছাত্রীকে দেখা করার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলে। সেখানে বিয়ের করার কথা বলে জোর পূর্বক ধর্ষণ করে। এছাড়াও গত সোমবার (২ সেপ্টেম্বার) দুপুরে কলেজ ছাত্রীকে বিয়ে করবে বলে রাকিবের তার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরযতিন গ্রামের বাড়িতে আসতে বলে । রাকিবের বাড়িতে গেলে ওই ছাত্রীকে ধর্ষণ
করে। এক পর্যায়ে বিয়ে করবে না বলে তারিয়ে দেওয়ার চেস্টা করলে ওই ছাত্রী যাবে না বললে তাকে মারধর করে। এ ঘটনায় প্রথমে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু তাতেও এর কোন প্রতিকার না পেয়ে শুক্রবার মনপুরা থানায় কলেজ ছাত্রী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

তবে এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতির রাকিবের সাথে মোবাইলে যোগাযোগ করার চেস্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মনপুরা থানার ওসি মোঃ ফোরকান আলী জানান, মনপুরা সরকারি কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে শনিবার ওই কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ভোলা সদরে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।