অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে সমুদ্রগামী জেলেদের চাল বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২১ রাত ১০:৩৩

remove_red_eye

৫৩৭



 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের সমুদ্রগামী জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ভবানীপুর ইউপির কার্যালয় প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়। এসময় ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করেছেন সরকার।  নিষিদ্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সামুদ্রিক জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরন করা হচ্ছে। আমার ইউনিয়নের ১২১২ জেলের বরাদ্দ পেয়েছি। আজকে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বাকীদের মাঝেও চাল বিতরণ করা হবে। সেখানে ইউপি সদস্য সালাউদ্দিন,সিরাজসহ অনেকে উপস্তিত ছিলেন।