অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দলের মধ্যে কিছু সুবিধা বাদী লোক আছে যাদের কোন কাজে পাওয়া যায় না: তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:৩৫

remove_red_eye

৮২০

জুয়েল সাহা/ আব্দুল আজিজ || বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দলের মধ্যে কিছু সুবিধা বাদী লোক আছে। যারা দলের কোন কাজে আসে না, তাদের পাওয়া যায় না। কিন্তু তাদের যখন সুবিধা দরকার হয় তখন হঠাৎ তারা নিজেরাই হাজির হয়। এবং ষরযন্ত্র করে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান তিনি।
রবিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে টেলি কনফারেন্স’র এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ আরো বলেন, আমি ভোলা-২ আসন ( বোরহানউদ্দিন ও দৌলতখান )উপজেলার মানুষের কাজে ঋণি। ওই আসন থেকে আমি চার বার এমপি নির্বাচিত হয়েছি।
বোরহানউদ্দিন আব্দুল জব্বার মহা বিদ্যালয়ের মাঠে সকালে এ সম্মেলনের উদ্ধোন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এসময় কাউন্সিল’র মাধ্যমে জসিম উদ্দিন হায়দারকে সভাপতি, জাফর উল্লাহ চৌধুরী, আহম্মেদ উল্লাহ, নাগর হাওলাদার, মোঃ আসমত আলী মিয়া, অধ্যক্ষ হারুন উর রশিদকে সহ সভাপতি, মোঃ রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক, মোঃ জসিম উদ্দিন, এহসানুল হক কিশোর, কামরুল আহসান চৌধুরীকে যুগ্ন সাধারন সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক মাহে আলম বাচ্চু, কৃষি ও সমবায় সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গভেষনা সম্পদাক মোঃ জাকির হোসেন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক কাজী কামাল, দপ্তর সম্পাদক শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফু উদ্দিন সুজন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্দ্রজিৎ দে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নুরুল আলম হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক আফসারুল নেছা লাইজু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, যুব ও ক্রিড়া সম্পাদক মোঃ কামাল খাঁন, শিক্ষা ও মানব সম্পাদক বিশ^জিৎ দে হাওলাদার, শ্রম সম্পাদক মোঃ ইউসুফ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজিব রতন দে, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাইনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ.ন.মু আবদুল্লাহ, রাছেল আহমেদ মিয়া, জুলফিকার আলী তুহিন, দপ্তর সম্পাদক কাজী মোঃ বাবুল, কোষাদক্ষ মোঃ আবুল কালামকে করে ৭১ সদস্য বিশিষ্ট আগামী ৩ বছরের জন্য একটি কমিটি ঘোষণা করা হয়।