অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


তজুমদ্দিনে গ্রীষ্মকালীন প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৩৭

remove_red_eye

৫৩৭

 

তজুমদ্দিন প্রতিনিধি :মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদর অধীন বাংলাদেশ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি, শিক্ষা ভবন ঢাকা আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে ৪৮তম গীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে গতকাল (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ শরীফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল হাসান। সর্বিক সহযোগীতা করেন শিক্ষা অফিসের হিসাব রক্ষক তপন কুমার সরকার।