অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৪৬

remove_red_eye

৭৯৮

 

তজুমদ্দিন প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকার্প ফুটবল টুনার্মেন্ট (অনূর্ধ্ব-১৭) টেলি কনফারেন্সের মাধ্যমে বিকাল ৪টায় শুভ উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি অফিসার মোঃ আশরাফুল ইসলাম, চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন। উদ্বোধনী ম্যাচে চাঁদপুর ইউনিয়ন বনাম শম্ভপুর ইউনিয়নের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারেও ড্র হলে লটারীর মাধ্যমে চাঁদপুর ইউনিয়ন ফুটবল টিমকে বিজয়ী ঘোষনা করেন।